শেখ হাসিনা বাংলাদেশে প্রত‍্যার্বতন প্রসঙ্গে সেনাবাহিনীর কাছে চিঠি

 

#শেখ_হাসিনা_বাংলাদেশে_ প্রত‍্যার্বতন #প্রসঙ্গেঃ

===============================

শেখ হাসিনা পদত‍্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দেন কে?? সেনা প্রধান বলছেন, "জানিনা "

নীরব ঢাকা।

বাংলাদেশের সেনাবাহিনী সর্ব সাধারণের জন‍্য শেষ আশ্রয়ের স্থান। 

স্বীকার করছি শেখ হাসিনা  অপরাধী। কিন্তু  অপরাধী যেই হোকনা কেন যেনে ও বুঝে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন‍্য সমস্ত ব‍্যবস্থা করছেন  বাংলাদেশ সেনাবাহিনী। 

যদি শেখ হাসিনা  অপরাধী হয়ে থাকে তবে বাংলাদেশ  সেনাবাহিনী  তাকে বন্দি না করে দেশের বাহিরে কেন পাঠিয়ে দিলেন??

 

"সব নিখুঁত পরিকল্পনায় হয়েছে।প্রতিটি সেক্টরে 'বিশেষ লোক' ঢুকানো ছিল।কার কী ভূমিকা, কতটুকু ভূমিকা সবই পরিকল্পিত।

"হঠাৎ জনগণ সব রাস্তায় নেমে পড়েছে, আর স্বৈরাচার পতন হয়েছে, বিষয়টা তেমন না। এভ্রিথিং ওয়াজ পারফেক্টলি প্ল্যান্ড।"

~ প্রধান উপদেষ্টা।


এবং  ৫ আগষ্ট  গণঅভ‍্যূত্থানের পর জামায়াত - শিবির  ও ঘোষণা দিল জুলাইয়ের বিপ্লবের ১০৮ জন সমন্বয়ক  জামায়াত - শিবিরের। এবং  এটি ছিল জামায়াত- শিবিরের  সুষ্পষ্ট পরিকল্পিত ষড়যন্ত্র। 

বাংলাদেশের  সাধারণ মানুষের সহ সকল বুদ্ধিজীবীগণ বিষয়টি  অনুধাবন করতে সক্ষম হয়েছেন। 

যেই দোষে  শেখ হাসিনা স্বৈরাচারী সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে  সেই হিসেবে বর্তমান  অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত - শিবিরের  এজেন্ডা হিসেবে কাজ করছেন। অতীতও বাংলাদেশে স্বৈরাচারী সরকার ছিল।

অন্তর্বর্তীকালীন সরকারের বতর্মানের সকল কার্যক্রম  স্বৈরাচারী সরকারের  মতই করছেন। বাংলাদেশে বর্তমান  অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব কি তা বাংলাদেশের সেনাবাহিনী  খুব ভাল জানেন। 

বাংলাদেশের জনগণের  ভালবাসা সেনাবাহিনীর প্রতি রয়েছে। দেশ প্রেমিক হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী বাহিনী সঠিক সময়ে সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ।


বাংলাদেশ সেনাবাহিনী 

সন্মানিত  বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি  অনুরোধ  যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে  চলে যেতে সাহায্য করেছেন ঠিক তেমনিভাবে  শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে গৃহবন্দি করে রাখার জন‍্য বিশেষভাবে  অনুরোধ করছি। শেখ হাসিনা  যদি সত‍্যিকারভাবে আদালতের রায়ে দোষী সাবস্ত‍্য হয় তবে শাস্তি ভোগ করবেন। 

কিন্তু  বতর্মান  অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখে মনে হয়না শেখ হাসিনা  অপরাধী। 


শেখ হাসিনা ভারত সরকারের সাথে যে সকল চুক্তি করেছেন তা দেশের স্বার্থেই করেছেন। তাই শেখ হাসিনার বিরুদ্ধে যেসব কথা প্রচার করছেন তা সত‍্য বলে মনে হচ্ছেনা।  শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী  অপশক্তি জামায়াত- শিবির  ও মাষ্টার মাইন্ড মহাশয়ের রাজনৈতিক স্বীকার।

কারন বতর্মান  অন্তর্বর্তীকালীন সরকার  ভারতের  আদনানীর সাথে সকল চুক্তি  কার্যকর করেছেন। 

যাহোক  অপরাধী কিংবা নির্দোষ  তা প্রমাণিত হবে আদালতের মাধ্যমে।


মুন্সী কবির হোসেন- 

আধ‍্যাত্মিক গবেষক  ও আহলে বাইত রাছুল( সঃ)

Post a Comment

Previous Post Next Post