অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা

 


আগামীকাল রংপুরের ১৬ জেলার মহাসড়কের প্রবেশপথে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রংপুর শহরের মডার্ন মোড়ে আয়োজিত মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন।  


এর আগে, লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে দুপুর ১২টার দিকে ছয় লেনের মহাসড়ক অবরোধ করলে রংপুরসহ লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সাধারণ মানুষসহ চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। দফায় দফায় মিছিল ও স্লোগানের পর পৌনে ২টায় অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক করে আইন-শৃঙ্খলা বাহিনী।  


আন্দোলনকারীরা জানিয়েছেন, আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাণ দিয়েছিলেন। অথচ তার শহরসহ উত্তরাঞ্চলে বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নেই। এটি তার রক্তের সাথে চরম বেইমানি।  


তারা বৈষম্য নিরসনে উত্তরবঙ্গ থেকে অবিলম্বে অন্তত পাঁচজন উপদেষ্টা নিয়োগের দাবি জানান।  


অবরোধ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমগীর নয়ন বলেন, “বুধবার সন্ধ্যার মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কের প্রবেশমুখে অবরোধ করা হবে।”

Post a Comment

Previous Post Next Post